Skip to main content

Posts

Showing posts from May, 2016

ডেন্টাল ইমপ্লান্ট ( Dental Implant ) UK Dental Clinic Dhaka Bangladesh

ডেন্টাল ইমপ্লান্ট ( Dental Implant ) UK Dental Clinic Dhaka Bangladesh প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর    ★    ডেন্টাল ইমপ্লান্ট কী ? ডেন্টাল ইমপ্লান্ট হলো মুখের চোয়ালের হাড়ের ভেতর হারানো বা ফেলে দেওয়া দাঁতের স্থানে স্থায়ীভাবে প্রতিস্থাপন করা কৃত্রিম দাঁতের শেকড় বা রুট। এই প্রতিস্থাপিত রুটের ওপর আসল দাঁতসদৃশ কৃত্রিম দাঁত স্থাপন করা হয়। ★    কোন দাঁতে ইমপ্লান্ট করা যায় I উ পরের ও নিচের চোয়ালের সামনে কিংবা পেছনের যেকোনো অনুপস্থিত দাঁতের জন্যই ইমপ্লান্ট প্রযোজ্য। ★    যাদের জন্য এ চিকিৎসাব্যবস্থা | পূর্ণবয়স্ক যেকোনো ব্যক্তি তাঁর অনুপস্থিত দাঁতের জন্য এ চিকিৎসা নিতে পারেন। কারও দন্তক্ষয় রোগের কারণে বা অন্য কোনো কারণে (রুট ক্যানাল করে ক্রাউন না করা) দাঁত ভেঙে অংশবিশেষ মুখের ভেতর অবশিষ্ট থাকলে এ ক্ষেত্রে ভাঙা অংশ তুলে ফেলে দিয়ে একই দিন ওই স্থানে ইমপ্লান্ট প্রতিস্থাপন। যাদের নড়বড়ে দাঁত আছে, তাদের আক্রান্ত দাঁত বা দাঁতগুলোকে ফেলে দিয়ে ইমপ্লান্ট প্রতিস্থাপন। ★    ইমপ্লান্ট করা দাঁত দেখতে কেমন | প্রাকৃতিক দাঁ...