Skip to main content

Posts

Showing posts from August, 2016

Uk Dental Clinic Uttara 11 Dhaka 1230 Bangladesh

UK Dental Clinic https://goo.gl/maps/ESxuHUJvq7t

ডায়াবেটিস রোগীর মুখের স্বাস্থ্য Diabete's & Oral Health

■□ ডায়াবেটিস রোগীর মুখের স্বাস্থ্য □■ °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ■■ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে মুখ, দাঁত ও দাঁতের মাড়ির ইনফেকশনের লক্ষণসমূহঃ °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ● দাঁতের মাড়ি লাল হয়ে ফুলে যায়। ● দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। ● দাঁতে ও দাঁতের মাড়িতে অনেক ব্যাথা হয়। ● দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যাওয়ার কারণে দাঁতকে অস্বাভাবিক অবস্থান দেখা যায়। ● যদি দাঁত নড়ে যায় সংবেদনশীল হয়ে পড়ে। ● মুখে দূগন্ধ হয়। ● মুখে ঘা হয়, জিব, মাড়ি ও মুখের ভেতর দিকে অনেকটা ব্রণের মতো দেখতে সাদা ফুসকুড়ি বের হয়। যার চারদিকে লাল বৃত্ত আছে। ● মুখের ও জিবের মাঝে সাদা সাদা আলসার হয় যা থেকে চুলকানি অনুভূত হয়। ● দাঁতের কামড় অস্বাভাবিক অনুভূত হয়। ● অকার্যকর ডেনচার (কৃত্রিম দাঁত) সঠিক ভাবে মাড়িতে খাপ খায় না বা লেগে থাকে না , লুস মনে হয়। অনেক সময় খুলে আসে। ■■ ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ। °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ● প্রতিবার খাবারের পর নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা। ● ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখা। ● সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাব

Root Canal Treatment দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট [ Uk Dental Clinic ইউ কে ডেন্টাল ক্লিনিক ]

দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট  [ Root Canal Treatment ] UK Dental Clinic ইউকে ডেন্টাল ক্লিনিক প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর Root Canal Treatment Uk Dental Clinic Uttara Dhaka Bangladesh দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট আমাদের দাঁতে ক্যারিজ বা আঘাত জনিত কারনে দাঁতের স্তর ক্ষয় হয়, কিংবা দন্ত মজ্জায় ইনফেকশন হয়ে থাকে তাতে অনেকসময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়ে পড়ে। রুট ক্যানেল চিকিৎসা কখন প্রয়োজন ?   □ যখন আমাদের দন্ত মজ্জায় ইনফেকশন হয় তখন দাঁতে ব্যথা অনুভব, দাঁতের রঙ পরিবর্তন, দাঁতে বড় গর্ত, এমনকি দাঁত ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে।  □ যদি অল্প অবস্থায় চিকিৎসা না করানো হয় তাহলে দাঁতের গোঁড়ায় ও মাড়িতে পুঁজ জমে যা পরবর্তীতে দাঁতটিকে স্থায়ী ভাবে নষ্ট করে ভেঙ্গে ফেলতে পারে। সব ক্ষেত্রেই কি রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন ? □ সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দাঁতের Condition কেমন তার উপর। অনেক সময় দেখা যায় ক্যারিজ শুধু মাত্র আপনার দাঁতের এনামেল বা ডেন্টিনের সামান্য অংশে ছড়িয়েছে সেক্ষেত্রে ওই অংশটুকু পরিষ্কার করে শুধু ফিলিং করে দিলেই চলে।