■□ ডায়াবেটিস রোগীর মুখের স্বাস্থ্য □■
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
■■ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে মুখ, দাঁত ও দাঁতের মাড়ির ইনফেকশনের লক্ষণসমূহঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
● দাঁতের মাড়ি লাল হয়ে ফুলে যায়।
● দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে।
● দাঁতে ও দাঁতের মাড়িতে অনেক ব্যাথা হয়।
● দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যাওয়ার কারণে দাঁতকে অস্বাভাবিক অবস্থান দেখা যায়।
● যদি দাঁত নড়ে যায় সংবেদনশীল হয়ে পড়ে।
● মুখে দূগন্ধ হয়।
● মুখে ঘা হয়, জিব, মাড়ি ও মুখের ভেতর দিকে অনেকটা ব্রণের মতো দেখতে সাদা ফুসকুড়ি বের হয়। যার চারদিকে লাল বৃত্ত আছে।
● মুখের ও জিবের মাঝে সাদা সাদা আলসার হয় যা থেকে চুলকানি অনুভূত হয়।
● দাঁতের কামড় অস্বাভাবিক অনুভূত হয়।
● অকার্যকর ডেনচার (কৃত্রিম দাঁত) সঠিক ভাবে মাড়িতে খাপ খায় না বা লেগে থাকে না , লুস মনে হয়। অনেক সময় খুলে আসে।
■■ ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
● প্রতিবার খাবারের পর নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা।
● ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখা।
● সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাবার বা অন্যান্য সময়ে চিনি বা শর্করা জাতীয় খাদ্য যেমনঃ চকোলেট, বিস্কুট, কিংবা আঠালো খাদ্য যেমন লজেন্স, চুইংগাম না খাওয়া l
● খাবারের পর হালকা গরম পানি ও লবণ দিয়ে কুলি করতে পারেন। এতে মুখের ভেতর লেগে থাকা খাবারের অতিরিক্ত কণা বের হয়ে যাবে।
● দু বেলা সকাল ও রাতে খাবারের পর দাঁত আঙুলের সাহায্যে অন্তত ২-৩ মিনিট মাড়ি মেসেজ করা যেতে পারে। এতে মাড়ি মজবুত হবেl
● দিনে অন্তত একবার বিশেষত: রাতে খাবার পর ডেন্টাল ফ্লস্ ব্যবহার কর যাতে প্ল্যাক জমতে না পারে। এতে দুই দাঁতের মাঝখানে খাবার জমবে না।
● ডেনচার (নকল দাঁত) ব্যবহার করলে তা পরিষ্কার রাখা।
● বছরে কমপক্ষে দু’বার ডেন্টিষ্টের শরণাপন্ন হওয়া।
● ডায়াবেটিসের উপস্থিতি সম্পর্কে ডেন্টিসকে জানানো।
● যদি ধূমপায়ী হন তাহলে আপনার ডেন্টিষ্টকে জানানো এবং তা থেকে বিরত থাকার চেষ্টা করা।
■ ডায়াবেটিসে রক্তের অতিরিক্তি গ্লুকোজের উপস্থিতির কারনে শরীরের অন্যান্য অংশের মত মুখ ও দাঁতেও রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং অক্সিজেন সরবারাহ কমে যায়। এ জন্য সামান্য কোন আঘাতেই জীবানু সংক্রমন ঘটাতে পারে। আর ইতোমধ্যেই কোন প্রদাহ থেকে থাকলে তা দীর্ঘ সূত্রী রূপ ধারণ করে।
■এই ধরনের কোন সমস্যায় ডেন্টিষ্টের সাথে অবশ্যই পরামর্শ করা প্রয়োজন।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ডা : মো : ওয়ালী উল্লাহ
ইউকে ডেন্টাল ক্লিনিক
মোবাইল : (+৮৮ ) ০১৯৪৪ ০০২০০২
Dr.Md.Wali Ullah Tusher
Uk Dental Clinic Uttara Dhaka Bangladesh
Contact: (+88) 01944-002002
www.ukdentalclinicbd.com
Comments
Post a Comment